লালমনি নিউজ ডেস্ক রিপোর্টঃ সাংবাদিক নাদিম হত্যার দৃষ্ঠান্তমুলক শাস্তি ও সাংবাদিক হত্যা,নির্যাতন গুম খুন মামলার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জুন) বিকেল ৩টায় লালমনিরহাটের মিশন মোড়ে বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলা নিউজের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে এবং সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান বাবুসহ খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন অংশ নেয় বাংলাদেশ প্রেস ক্লাব লালমনিরহাট জেলা শাখা ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) লালমনিরহাট জেলা শাখার সাংবাদিকবৃন্দ।

এসময় বক্তব্য দেন, বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা সভাপতি এস আর শরিফুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জনকণ্ঠ প্রতিনিধি জাহাঙ্গীর আলম শাহীন, দৈনিক দাবানল প্রতিনিধি রুহুল আমিন বাবু, সকালের সময় প্রতিনিধি জামাল বাদশা প্রমূখ।

বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতার কথা বলা হলেও বাস্তবে সত্য লিখলে সাংবাদিকদের খুন করা হচ্ছে। হামলা মামলায় হয়রানী করা হচ্ছে। সাগর রুনিসহ সারা দেশে অসংখ্য সাংবাদিক হত্যা করা হলেও আজ পর্যন্ত কোন ঘটনার বিচার শুরু করেনি সরকার। সাংবাদিক নাদিম হত্যার দৃষ্ঠান্ত মুলক শাস্তি নিশ্চিত করে সরকারকে একটি দৃষ্ঠান্ত স্থাপনের দাবি জানান মানববন্ধনের সাংবাদিক নেতারা

Leave a Reply