
নিজস্ব প্রতিবেদক: সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদ, লালমনিরহাট এর মাসিক মিটিং আলোচনা সভা এবং সাংগঠনিক কাজ আরও জোরালো গতিশীল করার লক্ষে পরিষদের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭জুলাই) লালমনিরহাট বার্তা অফিস কক্ষে বিকাল ৪টায় এ আলোচনাসভা অনুষ্ঠিত হয় এ সময় আলোচনাসভায় আগামী ২ বছরের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
উক্ত আলোচনাসভায় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা গেরিলা লিডার ড. এসএম শফিকুল ইসলাম কানু মহাদোয়, সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের উপদেষ্টা জামাল হোসেন, পরিষদের সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক সুমন রায়, সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম সহ পরিষদের বিভিন্ন দায়িত্বে থাকা অন্যান্য সদস্যবৃন্দ।
এর আগে গত ২জুন (শুক্রবার) সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদ লালমনিরহাট এর পাঁচ সদস্যর অভ্যন্তরীণ উপদেষ্টা কমিটি গঠন করা হয়। গত ৯জুন (শুক্রবার) নির্বাচনের মাধ্যমে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি নির্বাচিত হন খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক নির্বাচিত হন সুমন চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন সাজেদুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হন রাসেল মিয়া, অর্থ বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হন রশিদুল ইসলাম এবং প্রচার সম্পাদক পদে নির্বাচিত হন নাঈম রহমান।উল্লেখ্য যে, গত শুক্রবার (৩০ জুন) পূর্ণাঙ্গ কমিটির নাম প্রকাশ করা হয়।