খাজা রাশেদ, লালমনিরহাটঃ লালমনিরহাটের ষ্টেশন এলাকায় ট্রেনে কাটা পরে শামসুজ্জোহা মিলন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সে,শহরের বিডিআর রোড,হাটখোলা রোডস্থ এলাকার মৃতঃমোসলেম উদ্দিনের ছেলে ও সদর উপজেলার তিসতা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল আব্দুস সালাম এর ছোটভাই।

সোমবার(২৩) অক্টোবর সকাল ৯.১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে,প্রতিদিনের মতো সকালে পালিত গরুকে রেলওয়ের ডগলাইনের ধারে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যায় মিলন।
এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা -৪৬১ নম্বর লালমনিরহাট-পার্বতীপুর গামী একটি লোকাল ট্রেন লালমনিরহাট রেল ষ্টেশনে প্রবেশের আগ মুহুর্তে ষ্টেশন সংলগ্ন রেলওয়ে লোকোসেডের সামনে আসলে অসাবধানতা বসত ট্রেনের নিচে পরে যায় সে,এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রতক্ষদর্শী কয়েকজন জানান,গরুকে ঘাস খাওয়ানোর জন্য ছেড়ে দিয়ে সে রেললাইনের ওপর বসে ছিল,এ সময় তার সঙ্গে থাকা পালিত গরুকে খাওয়ানোর জন্য ঘাস তোলার একটা বস্তা সে রেললাইনের ওপরে রাখে,ঐ সময়ে ট্রেন আসার শব্দ শুনে সে উঠে যায়। তখন বস্তাটি রেললাইনের ফাঁকে আটকে গেলে তা বের করার চেষ্টা করতে থাকে সে।
এমতাবস্থায় ট্রেন চলে এসে তাকে ধাক্কা দিলে রেলের ইঞ্জিনের সঙ্গে আটকে বেশ কিছুদুর তাকে ছেচড়িয়ে নিয়ে যায়। এর মধ্যেই তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।

লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেরদৌস আলী জানান নিহতের পরিবার থেকে কোন,অভিযোগ না থাকায় তাদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

ধার্মিক ও অত্যন্ত সরল স্বভাবের শামসুজ্জোহা মিলন এর এমন মৃত্যুতে ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.