
খাজা রাশেদ, লালমনিরহাটঃ লালমনিরহাটের কালীগঞ্জ-আদিতমারী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ)
আসনের আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী ও
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জননেতা সিরাজুল হক।
মঙ্গলবার ২৩ আক্টোবার সন্ধা ৭.০০ থেকে রাত ১১.৩০ মিনিট পর্যন্ত গাড়ি বহর সহ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি কালীগঞ্জ উপজেলার চলবলা, গোড়ল, ও আদিতমারী উপজেলার কমলাবাড়ী, ভেলাবাড়ী ইউনিয়ন এর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে সিরাজুল হক বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ।
এখানে সবার নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপনের অধিকার রয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের এই দুর্গোৎসব উৎসবমুখর করতে বর্তমান সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। দেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী
শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে চলেছেন। উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে আগামী
নির্বাচনে আবারো নৌকায় ভোট দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের আজীবন সাংগঠনিক সম্পাদক শহীদ বীর মুক্তিযোদ্ধা সামসুল হক সুরুজ এর কনিষ্ঠ পুত্র কমলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ ওমর চিশতি সহ দলীয় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।