
লালমনি নিউজ ডেস্ক রিপোর্টঃ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় লালমনিরহাট সার্কিট হাউজের কনফারেন্স রুমে, জেলা প্রশাসনের সহযোগিতায় এবং বাংলাদেশ প্রেস কাউন্সিল এর আয়োজনে লালমনিরহাটের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত লালমনিরহাটে গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর মাননীয় চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম, বাংলাদেশ প্রেস কাউন্সিল সচিব (অতিঃসচিব)শ্যামল চন্দ্র কর্মকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি. এম. এ. মমিন, লালমনিরহাট জেলা তথ্য অফিসার মোঃ মামুন অর রশিদ, এছাড়াও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য যে, কর্মশালার আলোচনা শেষে সাংবাদিকদের হাতে প্রশিক্ষন সনদ প্রদান করা হয়।