খাজা রাশেদ, লালমনিরহাটঃ "সত্যের সন্ধানে প্রতিদিন”স্লোগান সামনে রেখে লালমনিরহাটে" দৈনিক ভোরের চেতনা" পত্রিকার -২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর ) সন্ধ্যায় শহরের নর্থবেঙ্গল গেস্ট হাউজে কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পালন করা হয়।
দৈনিক ভোরের চেতনার জেলা প্রতিনিধি ফারুক আহমেদ সূর্য এর সভাপতিত্বে ও বাংলাদেশ প্রেসক্লাব জেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও কবি ফেরদৌসী বেগম বিউটি।
এ সময়ে বাংলাদেশ প্রেসক্লাব জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি শরিফুল ইসলাম রতন, বঙ্গবন্ধু পরিষদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, রত্নাই থিয়েটারের সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর শাহীন প্রমূখ সহ জেলায় কর্মরত বিভিন্ন
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার
সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে অতিথিগণ দৈনিক ভোরের চেতনা পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সেই সাথে পত্রিকাটি সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে আগামী দিনে দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে এই আশাবাদ ব্যক্ত করেন।
প্রিন্ট করে কোন কিছু সংযোজন, বিয়োজন কিংবা পরিমার্জন করবেন না। যদি করেন তাহলে এর ফলে কোনরূপ আইনী জটিলতা হলে, সেটার জন্য লালমনি নিউজ কোনভাবেই দায়ী থাকবে না।
স্বত্বাধিকারী : লালমনি নিউজ ©২০২৩