খাজা রাশেদ,লালমনিরহাটঃ লালমনিরহাট -৩ সদর  আসনে আওয়ামী লীগের পক্ষে মনোনয়ন পত্র কিনেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মতিয়ার রহমান।

দীর্ঘদিন যাবত তিনটি জেলা আওয়ামী লীগের বিভিন্ন পদে থেকে এলাকার বিভিন্ন উন্নয়ন  করে আসছেন।

 

তাই এখানকার মানুষের দাবি এবারে এই আসনে তাকে নৌকার মাঝি হিসেবে মনোনীত করা হোক।

তারে ধারাবাহিকতায় সোমবার (২০ নভেম্বর) বিকেলে লালমনিরহাট সদর-৩ আসনের আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দের  আয়োজনে এক বিশাল গন মিছিল জেলা আওয়ামী কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের  মিশনমোড়ে এসে শেষ হয়।

 

ঐসময় সেখানে

দলের বিভিন্ন পর্যায়ের   নেতাকর্মীরা জড়ো  হয়। এসময়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দলীয় নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন-

আমাদের এই  লালমনিরহাট জেলায় এ্যাডঃ মোঃ মতিয়ার রহমানের বিকল্প নেতা নেই।তাই আমরা সকল নেতাকর্মীরা তার পাশে আছি।

দলের যোগ্য প্রার্থী হিসেবে এই সদর উপজেলায়  আমরা একমাত্র মতিয়ার রহমানকে এমপি হিসেবে দেখতে চাই।

তাই, দলের  নমিনেশন না পাওয়া পর্যন্ত মতিয়ার ভাইয়ের পক্ষে আমরা রাজপথ ছাড়বো না।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.