খাজা রাশেদ, লালমনিরহাটঃ আগামী শুক্রবার (২০ অক্টোবর) থেকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সব চেয়ে বড় উৎসব শারদীয় দূর্গোপুজা। আগামী শুক্রবার শুরু হয়ে মঙ্গলবার (২৪ অক্টোবর) প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘঠবে।

সারা দেশের ন্যায় লালমনিরহাটের সর্বত্রই বিরাজ করছে শারদীয় দূর্গাপূজার আনন্দ-উদ্দীপনা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখা সূত্রে জানা গেছে, জেলায় এবারে মোট-৪৬৩ টি মন্ডবে দূর্গোৎসব হবে।

এর মধ্যে, লালমনিরহাট সদর উপজেলায় পুঁজামন্ডবে পুজা অনুষ্ঠিত হবে-১৬০ টি। পৌরসভা এলাকায় মোট-২৫ টি, মোগলহাট ইউনিয়নে-২১ টি, কুলাঘাট -১২ টি, হারাটি-১৫ টি,বড়বাড়ী- ৯ টি,গোকুন্ডা-২১ টি, পঞ্চগ্রাম-২০ টি, রাজপুর -৮ টি,খুনিয়াগাছ-১৪ টি ও মহেন্দ্রনগর ইউনিয়নে-১৫ টি।

আদিতমারী উপজেলায় পুঁজামন্ডব মোট-১১৪ টি।

কালীগঞ্জ উপজেলায় পুঁজামন্ডব মোট- ৮৯ টি।

হাতীবান্ধা উপজেলায় পুঁজামন্ডব মোট-৭১ টি।

পাটগ্রাম উপজেলায় পুঁজামন্ডব মোট-২৮ টি।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হীরা লাল রায় বলেন,বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের দূর্গাপূজা লালমনিরহাট জেলায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
আমরা বিভিন্ন সময়ে পুজামন্ডব পরিদর্শন সহ
সার্বিক তত্ত্বাবধান করছি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.