খাজা রাশেদ,লালমনিরহাটঃ লালমনিরহাটের আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল‌ কোরআন মহিলা মাদ্রাসার নতুন নিজস্ব ক্যাম্পাসে‌ আগমন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ১০ টায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া এলাকার নতুন নিজস্ব ক্যাম্পাসে
মাদ্রাসার সভাপতি আব্দুল খালেক সরকার এর সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মডেল‌ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি তৌহিদুল ইসলাম, লালমনিরহাট ড্রাইভার‌ পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী আশরাফুল ইসলাম আরেফী‌, দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসার মোহতামিম‌ মুফতী মাহফুজুর রহমান,
হালিমাতুস সাদিয়া (রাঃ)মহিলা মাদ্রাসার মুহতামিম ও অত্র‌ মাদ্রাসার শায়খূল হাদীস মুফতী মোঃ আশরাফ আলী,
অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা সাইফুল্লাহ ও
শিক্ষা সচিব মাওলানা ইব্রাহিম খলিল সহ
স্হানীয়‌ ওলামায়ে কেরাম গন।

আলোচনা অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
পরিচালনা করেন অত্র‌ মাদ্রাসার শায়খূল হাদীস মুফতী আশরাফ আলী।

এসময়ে এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ সহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,গত ২০১৮ সালে লালমনিরহাটের শিল্পনগরী বিসিক এলাকায় লালমনিরহাট দারুল কুরআন মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়।
এরপর থেকেই মানসম্মত আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মাদ্রাসার সুনাম ছড়িয়ে পড়ে।
যে,কারণে লালমনিরহাটই নয়।
পার্শ্ববর্তী কুড়িগ্রাম,রংপুর,গাইবান্ধা,নীলফামারী সহ বিভিন্ন এলাকার মেয়েরা এখানে আবাসিক রয়েছেন।
প্রতিষ্ঠানটির বিভাগ সমূহ-নূরানী,মক্তব হিফয বিভাগ ও কিতাব বিভাগ।
বর্তমানে তিনশত এর অধিক শিক্ষার্থী পড়াশোনা করছে এখানে।
প্রতিষ্ঠানটি থেকে এ পর্যন্ত প্রায় শতাধিক শিক্ষার্থ হিফয সম্পুর্ন করেছে।
এবং শ্রীঘই
অত্র‌ মাদ্রাসা থেকে কিতাব বিভাগের সর্বোচ্চ ক্লাস‌( দাওরায়ে‌ হাদীস) সম্পন্ন করে ৪ জন ছাত্রী বের‌ হবে, ইনশাআল্লাহ বলে জানান মাদ্রাসা কতৃপক্ষ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.