
নিজস্ব প্রতিবেদকঃ লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী-লীগ লালমনিরহাট জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য শাহজাহান আলী প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে গুরুত্বর আহত হন। সোমবার (১৭এপ্রিল) বিকাল ৫টা ৩০মিনিটে লালমনিরহাট সদরের কুলাঘাটে এই ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায় যে, জমি জমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। উক্ত বিরোধের জের ধরিয়া প্রতিপক্ষগণ ১৬/০৪/২০২৩ইং রোববার ভোর ৬টায় ঐ জমি থেকে ৩৫ মন ভুট্টা চুরি করে নিয়ে যায়। সোমবার ১৭/০৪/২০২৩ইং তারিখে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। বাদীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনা স্থলে গিয়ে ৩৫ মন ভুট্টা উদ্ধার করে কুলাঘাট ইউনিয়ন পরিষদের সদস্য জোবায়দুল ইসলাম জোবেদ এঁর হেফাজতে রেখে আসেন।
ফলে বিবাদীগণ আরো ক্ষিপ্ত হয়ে ঘটনার দিন বিকাল ৫টা ৩০ মিনিটে শাহজাহান আলী কুলাঘাট বাজার জামে মসজিদে আসর নামাজ আদায় করে কুলাঘাট বাজার এমদাদুল হকে এর হার্ডওয়্যারের দোকানে সামনে পৌছা মাত্রই প্রতিপক্ষগণ পূর্ব পরিকল্পনানুসারে শাহজাহান আলী’র পথরোধ করেন। পরে ধারালো ছোড়া , লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়িভাবে ডাং মার করায় শাহজাহান আলী’র মাথা ফেটে যায়, যা এখন ৮টি সেলাই দিয়ে যুক্ত করা হয়েছে। বাম হাতের কোণই আঙ্গুল কেঁটে পরে যাওয়ার উপক্রম হওয়ায় সেখানেও ৪টি সেলাই দেওয়া হয় এবং ডান হাতের মধ্যমা আঙ্গুল ভেঙ্গে যায়। আহত শাহজাহান আলী’র অবস্থা বেগতিক হলে স্থানীয়রা তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান এবং ভর্তি করান যাহার ভর্তি রেজিঃ নং-৪৭৯/৯৭ বেড নং- ৪৬।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম বলেন, মামলাটি রেকর্ড করা হয়েছে। উক্ত মামলার ১নং আসামীকে গ্রেফতার করে কোর্টে সোর্পদ করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।