
লালমনি নিউজ ডেস্ক রিপোর্টঃ শুক্রবার (২১ এপ্রিল) বিকাল ৪টা ৩০ মিনিটে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের চরখাটামারীস্থ মা-পল্লী সমিতি’র আয়োজনে হতদরিদ্রদের মাঝে ঈদ-উপহার হিসেবে সেমাই ও চিনি বিতরণ করা হয়েছে।
ঈদ উপহার বিতরণ করেন মা-পল্লী সমিতির সভাপতি জিয়াউর রহমান জিয়া, মা-পল্লী সমিতির কোষাধ্যক্ষ হাসান আলী, হাজী মোঃ শাহজাহান আলী, রফিকুল ইসলাম, শামীম সুলতান, এছাড়াও আরও উপস্থিত ছিলেন মা-পল্লী সমিতির সদস্য আল-আমিন, আক্কাছ আলী, আমিনুল ইসলাম, আসাদুল হক, আসাদ মোল্লা, আবুল কালাম আজাদ এবং বন্ধু স্পোর্টিং ক্লাবের সদস্য মাইদুল ইসলাম, নাইচ ভুইঁয়া প্রমুখ।
উল্লেখ্য যে, ৫০ জন হতদরিদ্র পরিবারের মাঝে ৭৫০গ্রাম সেমাই ও ৫০০গ্রাম চিনি বিতরণ করা হয়।