খাজা রাশেদ, লালমনিরহাটঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলায় চুরি যাওয়া ৩টি গরু উদ্ধার সহ চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে
আদিতমারী থানা পুলিশ।
১২ই জুলাই (বুধবার) আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোজাম্মেল হকের নির্দেশে অভিযান পরিচালনা করে উপজেলার পলাশী ইউনিয়নের নিত্যানন্দ গ্রামে দুইটি গাভী ও একটি বাছুর উদ্ধার সহ ৩ গরু চোর কে হাতে নাতে গ্রেফতার করে থানা পুলিশের একটি দল।
ঘটনার বিবরণে জানা যায়, জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের ইশরকল গ্রামের নজরুল ইসলাম নজু ও রবিউল ইসলামের বাড়ী হইতে ৩ টি গরু একই গ্রামের নুরুন্নবী,
রাশেদ ওরফে আসাদ ও সাজ্জাদুল লুট করে আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের নিত্যানন্দ গ্রামে আসলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া গরুসহ চোর চক্রকে আটক করে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান,তিনটি গরু উদ্ধার সহ চোর চক্রের ০৩ সদস্যকে আটক করা হয়েছে। ঘটনার অভিযোগ যেহেতু কালীগঞ্জ থানার।
একারণে, উদ্ধার কৃত গরুসহ আটককৃতদের কালীগন্জ থানায় পাঠানো হয়েছে।তারা এই ব্যাপারে আইনগত ব্যাবস্থা গ্রহন করবে।
দয়া করে প্রিন্ট করে কোন কিছু সংযোজন, বিয়োজন কিংবা পরিমার্জন করবেন না। যদি করেন তাহলে এর ফলে কোনরূপ আইনী জটিলতা হলে, সেটার জন্য লালমনি নিউজ কোনভাবেই দায়ী থাকবে না।
স্বত্বাধিকারী : লালমনি নিউজ ©২০২৩