রাসেল ইসলাম, লালমনিরহাটঃ লালমনিরহাট জেলা সদরে অবস্থিত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক হারাটি বন্দর শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে জাতীয় পার্টির সভপতি পরিচয় দিয়ে গ্রাহককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারে অবস্থিত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক শহিদুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয় ছাত্র সমাজের সভাপতি।

রাসেল ইসলাম নামের একজন গ্রাহক ব্যাংকে এসে লোন পরিশোধ করবে মর্মে ওই ব্যাংকের শাখা ব্যবস্থাপক শহিদুল ইসলামের কাছে গিয়ে পরামর্শ চাইলে তিনি তাকে বসে রেখে মোবাইলে কথা বলতে থাকেন। প্রায় বিশ মিনিট পর আবার ওই গ্রাহক পরামর্শ নেওয়ার জন্য শাখা ব্যবস্থাপকে অনুরোধ করলে তিনি ওই গ্রাহকের উপর রেগে গিয়ে বলেন, জানেন আমি জাতীয় পার্টির নেতা। রাজনৈতিক বিভিন্ন কাজে আমাকে ব্যস্ত থাকতে হয়। পরে ওই গ্রাহকের গায়ে একটি জাতীয় পার্টির ভিজিটিং কার্ড ছুড়ে দেয়।

এ বিষয়ে অভিযোগকারী কৃষি ব্যাংকের গ্রাহক রাসেল ইসলাম বলেন, আমি একজন সহজ সরল মানুষ এবং কৃষি ব্যাংকের একজন নিয়মিত গ্রাহক। ব্যাংকের ভিতরে আমাকে যেভাবে অপমান করা হয়েছে আমি তার সুষ্ঠু বিচার চাই।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক হারাটি বন্দর শাখার ব্যবস্থাপক শহিদুল ইসলামের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয় এই প্রতিবেদক।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.