
লালমনি নিউজ ডেস্ক রিপোর্টঃ লালমনিরহাটের সাকোয়ায় আফরোজা বেগম (২৩) নামে এক বিবাহিত মেয়ের লাশ উদ্ধার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।
বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে তার বাবার বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়নার ফাঁসে আফরোজা বেগম ঝুলন্ত অবস্থায় ছিল।
জানা যায়, ৮-৯ মাস আগে আফরোজা বেগমের বিয়ে হয়েছিল লালমনিরহাটের নর্থবেঙ্গল মোড় এলাকার বক্তার আলীর ছেলে, আমির হামজা (মার্জান) এর সাথে। তিনি লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের টিকটিকিরহাট বাজারের, সাকোয়া গ্রামের মোঃ আবুল হোসেনের মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন ধরে আফরোজা বেগমের সাথে পারিবারিক বিষয় নিয়ে তার স্বামীর সঙ্গে ঝগড়া বিবাধ চলে আসছিলো। আফরোজা বেগমের ঘরে ঢুকতে গেলে তাকে ওড়না পেচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখা যায়।
পরে তার লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর থানার পুলিশ ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে মর্মে জানা গেছে।