
খাজা রাশেদ, লালমনিরহাটঃ লালমনিরহাটে আনন্দ, উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দৈনিক কালবেলা পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর ) সকাল ১১ টা ৩০ মিনিটে লালমনিরহাট প্রেসক্লাব হলরুমে আলোচনা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক কালবেলা পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে
কাল বেলা পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি এস কে শাহেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র রেজাউল করিম স্বপন, সদর উপজেলার চেয়ারম্যান কামরুজ্জামান সুজন,জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান, প্রেস ক্লাবের সদস্য সচিব সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী, সিনিয়র সাংবাদিক গোকুল রায়, মিলন পাটোয়ারী,
মাজহারুল ইসলাম বিপু, আহমেদুর রহমান মুকুল।
আরোও উপস্থিত ছিলেন এশিয়ান টিভি প্রতিনিধি নিয়ন দুলাল, আজকের বিজনেস বাংলাদেশ প্রতিনিধি আশরাফুল হক, দেশ টিভি প্রতিনিধি জামাল বাদশা,আমার বার্তা প্রতিনিধি কাওছার মাহমুদ,নতুন বাংলার সংবাদ প্রতিনিধি খাজা রাশেদ,বিডিহেডলাইন্সের আহসান হাবিব প্রমূখ।
অনুষ্ঠানে উপস্থিত সকলেই দৈনিক কালবেলা পত্রিকার সাফল্য কামনা করেন।
এসময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্ধরা উপস্থিত ছিলেন।