লালমনি নিউজ ডেস্ক রিপোর্টঃ লালমনিরহাটে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী ও সংগঠনকে গতিশীল করার লক্ষে বিশেষ বর্ধিত সভা এবং সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ মার্চ) সকাল ১০টায় লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ বিশেষ বর্ধিত সভা এবং সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোঃ সাইফুল ইসলাম-এঁর সভাপতিত্বে আওয়ামী সেচ্ছাসেবক লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. শরিফুল ইসলাম রাজু-এঁর সঞ্চালনায় উদ্বোধক ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপ-যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিন মাদবর। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. সফুরা বেগম রুমি। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি মোঃ সিরাজুল হক, মোঃ নজরুল হক পাটোয়ারী ভোলা, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদ সদস্য তারেক হাসান খন্দকার, বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোঃ শাহ্ আলম। এ সময় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.