খাজা রাশেদ, লালমনিরহাটঃ গত রবিবার ২৯ অক্টোবর বিএনপি’র ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে উভয় দলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে লালমনিরহাট সদর উপজেলার লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

ঐ ঘটনার ৩ দিন পর লালমনিরহাট সদর থানায় নিহত জাহাঙ্গীরের বাল্যবন্ধু পরিচয়ে মামলাটি করেন তার বাল্যবন্ধু একই উপজেলার হারাটি ইউনিয়নের কাজীর চওড়া গ্রামের আমিনুল ইসলাম খান (৪৫)। তিনি হারাটি ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।

বুধবার (১ নভেম্বর) লালমনিরহাট সদর থানায়-৮১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত পরিচয়ের ৩ থেকে ৪শত জনকে আসামী করে মামলাটি দায়ের করা হয়। যার মামলা নং-২।

লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) স্বপন কুমার রায় জানান,হরতালের দিন শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম হত্যা মামলায় বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপি’র সভাপতি আসাদুল হাবিব দুলুকে হুকুমের ১নং আসামি হিসেবে অভিযুক্ত করা হয়েছে।

নিহত জাহাঙ্গীর আলম সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বেড়পাঙ্গা গ্রামের আজিজার রহমানের ছেলে।

আর মামলার বাদি আমিনুল ইসলাম খান বলেন, হত্যাকান্ডের শিকার জাহাঙ্গীর আলম এর পরিবারের সম্মতিতে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছি। দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি করছি।

উল্লেখ্য গত রোববার (২৯ অক্টোবর) এর হরতালে বিএনপি-আওয়ামী লীগ উভয় দলের সংঘর্ষে আহত হন শ্রমিক নেতা জাহাঙ্গীর সহ কয়েকজন। পরে,দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় জাহাঙ্গীরের মৃত্যু হয়। স্থানীয়রা জানান, প্রতিদিনের মত রোববার সকালে সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারের একটি ব্লোক ইট ভাটায় কাজ করতে যাচ্ছিলেন শ্রমিকরা। এ সময়ে মহেন্দ্রনগর রেলগেট এলাকায় পৌছলে হরতাল বিতর্কে জড়িয়ে তাদের সঙ্গে সংঘর্ষ বাধে বিএনপি’র নেতাকর্মীদের।
খবর পেয়ে পুলিশ গিয়ে কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে।

পরে,গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় দুপুরে জাহাঙ্গীর মারা যায়।

এ ঘটনার পরদিন সোমবার (৩০ অক্টোবর) বিকাল ৪ টার দিকে নিহত জাহাঙ্গীরকে পারিবারিক কবরস্থানে চির নিদ্রায় শায়িত করা হয়।

এবিষয়ে সদর থানার ওসি তদন্ত স্বপন কুমার রায় বলেন,হত্যা মামলায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি। তবে,চেষ্টা চলছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.