
খাজা রাশেদ, লালমনিরহাটঃ লালমনিরহাটের সদর উপজেলার মহেন্দ্রনগর ইউপির নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডলের ব্যবসায়ী প্রতিষ্ঠান মাহি পোল্ট্রি ফার্মে দুই দফা হামলা চালিয়ে প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
আর এ ঘটনায় চেয়ারম্যান মজিদ মন্ডলের স্ত্রী মোছাঃ আঞ্জুমানারা বেগম বাদি হয়ে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
রবিবার (১২ নভেম্বর) লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়,মহেন্দ্রনগর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল রাজনৈতিক মামলায় পলাতক থাকার সুযোগে গত বৃহস্পতিবার গভীর রাতে মুখোশ পড়া অবস্থায় ৬০/৭০ জনের একটি দুর্বৃত্তের দল হাতে রামদা,ধারালো অস্ত্র দিয়ে তার বাড়িতে ও তার পোল্ট্রি ফার্মে হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা পোল্ট্রি ফার্মের পাহাড়াদার মশিউর রহমানকে অস্ত্র দেখিয়ে ফার্মের গেট খুলে দিতে বলে। পাহাড়াদার দুর্বৃত্তদের হাতে ধারালো অস্ত্র দেখে ঐ সময় ফার্ম থেকে পালিয়ে যায়।
পরে,দুর্বৃত্তরা ফার্মের লোহার মোটা নেট জাল কেটে ভিতরে প্রবেশ করে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে।
এক পর্যায়ে দুর্বৃত্তরা ২টি জেনারেটর, ৬টি পানির পাম্প, ৭০টি বৈদ্যুতিক ফ্যান, ১টি ফিড মিক্সার মেশিন, ৩টি এসএস রোল ও ৫০ বস্তা ভুট্টা, একটি ব্যাটারী চালিত ভ্যান ও আড়াই টন রেডিফিডসহ প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল পিকআপ ভ্যানে নিয়ে যায়।
এ ঘটনায় শনিবার (১১ নভেম্বর) চেয়ারম্যানের স্ত্রী থানায় অভিযোগ দায়ের করেন।
ফার্মের
দারোয়ান মশিউর বলেন, বৃহস্পতিবার গভীর রাতে মুখোশ পড়া অনেক লোক হাতে ধারালো অস্ত্র দেখিয়ে ফার্মের গেট খুলে দিতে বলে। তখন ভয়ে ফার্মের পিছন দিয়ে পালিয়ে যাই। পরে তারা তারের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে ভাংচুর ও দামি দামি জিনিসপত্র নিয়ে যায়। এ অবস্থায় সারারাত পালিয়ে থেকে সকালে চেয়ারম্যানের স্ত্রীকে বিষয়টি জানালে তিনি থানায় অভিযোগ করেন।
অভিযোগকারী চেয়ারম্যানের স্ত্রী আঞ্জুমানারা বেগম বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তার স্বামী একটি রাজনৈতিক মামলার আসামি হওয়ায় বর্তমানে তিনি পলাতক রয়েছেন। এই সুযোগে দুষ্কৃতিকারীরা আমার বাড়ি ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়।
এব্যাপারে তিনি থানায় অভিযোগ দেয়ার পর ক্ষিপ্ত হয়ে আবারও দুষ্কৃতিকারীরা হামলা চালিয়ে লুটপাট করে। এছাড়াও প্রতিদিন ২/৪ জন লোক এসে তার বাড়িতে হুমকী দিয়ে যাচ্ছে। বর্তমানে তিনি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন,এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।