
খাজা রাশেদ, লালমনিরহাটঃ লালমনিরহাটে বিএনপির ডাকা হরতাল চলাকালে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে শ্রমিকলীগ নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় আওয়ামিলীগ।
বুধবার ১৫ নভেম্বর বিকেলে ৫ টায় মহেন্দ্রনগর আঞ্চলিক কমিটির ব্যানারে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বুড়ির বাজার পর্যন্ত গিয়ে আবারও মহেন্দ্রনগর বাজার এলাকার বুড়িমারী-ঢাকা মহা সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে মহেন্দ্রনগর চৌরাস্তা মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়এতে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মতিয়ার রহমান, লালমনিরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক খন্দকার রানা, মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামিলীগ এর সভাপতি তাহমিদুল ইসলাম বিপ্লব, ইউনিয়ন আওয়ামিলীগ নেতা আমিনুল ইসলাম খান, হারাটি ইউনিয়ন আওয়ামিলীগ এর সভাপতি আবুল কাশেম, স্থানীয় আওয়ামিলীগ নেতা আনিসুল ইসলাম প্রমুখ।
এসময় জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মতিয়ার রহমান তার বক্তব্যে বলেন, জাহাঙ্গীরের হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামিলীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।
উল্লেখ, বিএনপির ডাকা হরতাল চলাকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর বাজার এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় বিএনপির নেতাকর্মীদের হামলার শিকার হয়ে শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলমসহ চার জন আওয়ামিলীগ নেতা গুরুতর আহত হন। তাঁদের মধ্যে তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর আলম মারা যান।
নিহত জাহাঙ্গীর জেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য ও বাফা সার গোডাউনের লোড আনলোড শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারন সম্পাদক ছিলেন।
এ ঘটনায় নিহতের বাল্যবন্ধু আওয়ামিলীগ নেতা আমিনুল ইসলাম বাদী হয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ ৮১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।