খাজা রাশেদ,লালমনিরহাটঃ মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধতা ও অধিকার প্রতিষ্ঠায় সর্বস্তরের সাংবাদিক জাগো স্লোগানে লালমনিরহাটের আদিতমারী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন

অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) বিকেল ৩ ঘটিকায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বাংলাদেশ প্রেসক্লাব আদিতমারী উপজেলা শাখার আয়োজনে
উক্ত সম্মেলনে বাংলাদেশ প্রেসক্লাব আদিতমারী উপজেলা আহবায়ক গোলাপ মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুজ্জামান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম আদালত রংপুরের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ এ.কে.এম ফজলুল হক কিরণ।

বিশেষ অতিথি লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, আদিতমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস,
উপজেলা নির্বাহী অফিসার জি.আর সারোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম,সহকারী কমিশনার ভূমি রওজাতুন জান্নাত, আদিতমারী থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক, বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক এনামুল হক স্বাধীন
প্রমূখ।

আমন্ত্রিত অতিথিবৃন্দ, সারপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির,বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নার্গিস পারভীন প্রমূখ।

প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সভাপতি ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস.আর শরিফুল ইসলাম রতন।

সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান

সম্মেলনে গোলাপ মিয়াকে সভাপতি ও কামরুজ্জামান শিমুলকে সাধারণ সম্পাদক করে-১১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রেসক্লাব আদিতমারী উপজেলা কমিটির ঘোষণা করা হয়।

এ সময়ে বাংলাদেশ প্রেসক্লাব অন্যেন্য নেতৃবৃন্দ সহ জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.